বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

সম্পাদকীয়

পাঠকের প্রশ্ন

‘সুখপাঠ’ পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হল। প্রথম সংখ্যা প্রকাশের পর বহু পাঠক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পত্রিকার গ্রাহকও হয়েছেন অনেকে। বিভিন্ন লেখা নিয়ে তাঁরা মতামতও দিয়েছেন। তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। আবার কেউ কেউ অভিমানও দেখিয়েছেন। সে অভিমানের রকমফের রয়েছে। তাঁরা ‘সুখপাঠ’ নাই পড়তে পারেন। তবে অন্যত্র তো সাহিত্যের পাঠে যুক্ত। তাই বা কম কী। কাজেই তাঁরা পাঠক।
আরও পড়ুন

প্রবন্ধ

নির্বাসিত অপর বাংলা

এপার বাংলা ওপার বাংলা ছাড়াও রয়েছে নির্বাসিত অপর বাংলা। তার লেখাপত্রে জীবনের মননের উপলব্ধিতে ভিন্নতর মাত্রা নান্দনিক বিচারেই সহযাত্রীর মর্যাদা পেতে পারে। এদের না জেনে বাংলা সাহিত্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসা অপরাধ।
আরও পড়ুন

বিশেষ রচনা

তুমি কেমন আছ

মনে পড়ছে বিনয় মজুমদারকে যেদিন আমার বাড়িতে নিয়ে এলাম, সেদিন আমার অভ্যস্ত সান্ধ্য আড্ডা থেকে ফিরে অনেক কড়া নেড়েও তাঁকে দিয়ে দরজা খোলাতে পারিনি। ফলে ওই বন্ধুর বাড়ি ফিরে গিয়েই বসবার ঘরের সোফায় রাত কাটাতে হল। রাতের কড়া নাড়ায় কি বিনয়ের মন মজেনি?…
আরও পড়ুন

ধারাবাহিক আত্মকথা

শেষবিকেলে সিমলিপালে পর্ব ৩

ঐরাবতের মস্ত একটি দল গজগমনে চলেছে পুব থেকে পশ্চিমে। বৃষ্টিতে তাদের কালো গা ভিজে গেছে। হালকা চাঁদের আলো তাদের গায়ে পড়ে পিছলে যাচ্ছে। অজস্র ব্যাং এবং ঝিঁঝিপোকার ডাকের মধ্যে দিয়ে হাতিদের নিঃশব্দ শোভাযাত্রা আমরা বিস্ময়ে অভিভূত হয়ে দেখলাম।
আরও পড়ুন

ধারাবাহিক উপন্যাস

মহানিষ্ক্রমণ পর্ব ৫

আপনার ভেতরেও বিকৃতকাম আছে। পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যে এই প্রবৃত্তি ইনেট। কেউ বিকল্প পদ্ধতিতে নিজেকে স্যাটিসফাই করে, কেউ সারাজীবন জানতেই পারে না তার বুকের ভেতরের ডুবোপাহাড়ের কথা। কেউ বলতে পারে না নিশ্চিন্তে বয়ে চলা নৌকা কখন ফুটো হয়ে ডুবে…
আরও পড়ুন

রম্যরচনা

মণিকাঞ্চন

বেঞ্চি রয়েছে যেমন তেমন। তারকের চায়ের গেলাসের ঠুং ঠাং ঠকাৎ— চেনা সিম্ফনি। চায়ের ঘ্রাণও অতিরিক্তবর্জিত। আপনার শিরে ইন্দ্রলুপ্তি। তবুও যেন একটা গোটা খেলার মাঠ চুবিয়ে ঢোকানো। ঠং শব্দে ভাঙা কাচের টুকরোর ওপর বল লাফিয়ে লাফিয়ে পড়ছে। গালি উড়ছে…
আরও পড়ুন

গল্প

লাল আলো সবুজ আলো

সে প্রাণপণে চেষ্টা করছিল হাতলটা ঘোরাতে, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে সেই হাতল। তার কীরকম পাগল পাগল লাগছিল সেই মুহূর্তে। তারপর কখন একসময় ট্রেনের সময় হয়ে গেল, শব্দ শোনা গেল ট্রেনের, প্রবল হুঙ্কার দিয়ে দ্রুত এগিয়ে আসছে ট্রেনটা। সে অস্থির হল,…
আরও পড়ুন

কবিতা

পড়শি দেশের গল্পকথা

অন্ধকারের আলো

আমাদের পাশের বাড়ির ওরা যখন মন্দিরে ভিক্ষা দিতে যায় তখন আমাকে সঙ্গে নিয়ে যায় ধোয়াধুয়ি করার জন্যে। বাসন ধুতে ধুতে কোমর ব্যথা হয়ে যায়, তবুও মন্দিরে যেতে আমার ভাল লাগে। আসলে অন্য কোথাও যাবার সুযোগ তো পাই না।
আরও পড়ুন

সাক্ষাৎকার

শিল্পীদের জীবন নদীর মতো : তানভীর মোকাম্মেল

খেলতেন ক্রিকেট। এলেন চলচ্চিত্র পরিচালনায়। হয়ে উঠলেন বাংলাদেশে বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তাঁর ঘুমঘরের দেওয়ালজুড়ে থাকেন ভ্যান গগ আর ঋত্বিক ঘটক। ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালন’, ‘জীবনঢুলী’র মতো সিনেমা জাগিয়ে রাখে…
আরও পড়ুন

ভ্রমণ

কালো মানুষ সাদা কথা পর্ব ৫

প্রেমিকা বা বউরা এসেছে মরদদের শুভেচ্ছা জানাতে, একটা সফল অভিযান থেকে যাতে গোটা শরীর নিয়ে ফিরে আসে। সমুদ্রতীরে রাঁড় মেয়েদের হুল্লোড়। ওরা ওদের পার্টটাইম প্রেমিকদের কাছ থেকে মাছ উপহার নেবে। মাছ হল ভালবাসার ভাষা, বাসনার কারেন্সি। কার্য সম্পাদনে…
আরও পড়ুন

আইস হোটেল

ভ্রমণের লেখা পড়লে মানসভ্রমণ হয়। তেমনই কোনও বেড়ানোর জায়গায় না গিয়েও তাকে একেবারে চোখের সামনে দেখতে পাওয়া কম আনন্দের নয় নিশ্চয়ই। আর আগে দেখা থাকলেও অন্য চোখে দেখার ভাললাগাই বা কম কী। এই বিভাগে আপনারা দেখতে পাবেন নানা ভ্রমণ এবং ভ্রমণকে বিষয়…
আরও পড়ুন

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞানী আনন্দমোহন ও তাঁর আবিষ্কার

জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে সিউডোমোনাস ব্যাকটেরিয়াকে তিনি এক ক্ষমতাশালী তেল ভক্ষণকারী বা অয়েল ইটিং ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করেছিলেন। ‘জেনেটিক ক্রসলিঙ্কিং’ পদ্ধতিতে তৈরি নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়াটি মহাসাগরে, সমুদ্রে ভাসমান তেলের…
আরও পড়ুন

প্রযুক্তি, তক্কো, গপ্পো পর্ব ৫

২০১১ সালেই সান ফ্রান্সিসকোর এক ফার্মাসি একটিমাত্র রোবট দিয়েই যাবতীয় কাজকারবার সেরেছে মানুষের কোনও সাহায্য ছাড়াই। দোকানে খদ্দের এলেই সেই রোবট তার আগের সমস্ত প্রেসক্রিপশন, ওষুধপত্র, অ্যালার্জির ইতিহাস ঘেঁটে তাকে ওষুধ দেয়।
আরও পড়ুন

পরিবেশ

প্রকৃতি আর তার পরিবেশ

‘পরিবেশ’ শব্দটা আমাদের সমাজে তেমন পরিচিত ছিল না। তার জায়গায় বরং অনেক অভ্যস্ত শব্দ ছিল প্রকৃতি। সাধারণ মানুষের সমাজে এই প্রকৃতি-মানুষ সম্পর্কের হোঁচট খাওয়া বা সংকট তৈরি হওয়া তখনও বোধগম্যতায় দেখা দেয়নি যখন অন্য বৃহত্তর ক্ষেত্রে তা স্পষ্ট করে…
আরও পড়ুন

জেলিফিশ লেক

এই বিভাগে আপনারা দেখতে পাবেন পরিবেশকে বিষয় করে নির্মিত ছোট ছবি বা শর্টফিল্ম। আমাদের চারপাশের পরিবেশকে আরও নিবিড় করে চেনা ও জানার এবং পরিবেশের সঙ্গে সম্পৃক্ত থাকার লক্ষ্যেই এই ভাবনা। এবারের ছবি ইন্দোনেশিয়ার কাকাবান দ্বীপের "জেলিফিশ লেক"।
আরও পড়ুন

বাংলাদেশের হৃদয় হতে

দিলারা হাফিজের দুটি কবিতা

মীরার ভজন খঞ্জ ভিখিরির মতন আমি নিজে দু’হাত বাড়িয়েছি তোমার দিকদিশে; শূন্য পেয়ালায় দু’হাত রেখে, দ্যাখো, আমি কি আরও বেশি শূন্যতারই দিকে পাতিনি বারবার আমার দু’টি হাত? খঞ্জ ভিখিরির মতন আগ্রহে দু’হাত বাড়িয়েছি তোমারই দিকে শুধু— আধুলি…
আরও পড়ুন

বাংলাদেশের চিত্রিত মৃৎশিল্প

বাঙালি জাতির স্বকীয়তা ও নান্দনিকতা একাকার হয়ে আছে এ সকল শিল্পকলায়। জনরুচির পরিবর্তন, কাঁচামালের অভাব, দক্ষ কারিগর না থাকা ইত্যাদি প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনও টিকে আছে বেশকিছু চিত্রিত মৃৎশিল্প।
আরও পড়ুন

ব্লগ

প্রতিপ্রস্তাব পর্ব ৩

আমরা যারা তাঁর লেখা পড়ে বড় হলাম তারা স্বীকার করে নেবই, আঞ্চলিক বাস্তব থেকে নাগরিকতার কয়েকটি চিহ্ন তাঁর লেখায় এতই প্রকটিত হয়েছিল যে উত্তর-স্বাধীনতা বাংলা গদ্যসাহিত্য সমরেশকে সম্পদ হিসেবেই ভাববে। কিন্তু রহস্য এই যে মৃত্যুর সামান্য পরেই তিনি…
আরও পড়ুন

চলচ্চিত্র

ফেলুদার আড়ালে

সত্যজিৎ যে বলেন ‘ছোটদের ছবি’ থেকেও নাকি তাঁকে ‘খোলাখুলিই’ চিনতে পারা যায়, তাহলে ছোটদের লেখা থেকেই বা নয় কেন? এখানেও তো খুব বেশি নিজেকে কিছু লুকোননি সত্যজিৎ! বলা চলে আত্মজীবনী সত্যজিৎ লিখেছেন; ধারাবাহিকভাবে লিখেছেন! লিখেছেন প্রদোষচন্দ্র…
আরও পড়ুন

শহরের দিনরাত্রি

"সুখপাঠ "-এর চলচ্চিত্র বিভাগে সিনেমা নিয়ে সুচিন্তিত প্রবন্ধ পড়ার পাশাপাশি আপনারা দেখতে পাবেন ছোট কাহিনিচিত্র এবং তথ্যচিত্র। এখানে যেসব শর্টফিল্ম বা ডকুমেন্টারি ফিল্ম দেখা যাবে তা সচরাচর অন্যত্র দেখার সুযোগ কম। এবারের ছবি "শহরের দিনরাত্রি "।
আরও পড়ুন

সঙ্গীত

গানের সলিলে

অসম্ভব একটা খেদ ছিল সলিলদার। বহু আলোচনায় সলিলদা দুঃখ করে বলেছেন, সঙ্গীতকার হিসেবে রবীন্দ্রনাথের গানই একমাত্র স্বীকৃতি পেয়েছে এদেশে। আর বাদবাকি ধ্রুপদী সঙ্গীত। আধুনিক গানকে সেই হিসেবে স্বীকৃতি দেওয়া হল কই!
আরও পড়ুন

নাটক

বাদল সরকারের বল্লভপুরের রূপকথা : কমেডির খতিয়ান

শুভেন্দু সরকার সিভিল ইঞ্জিনিয়ারের কাজে যোগ দিয়ে মাইথনে থাকাকালীন একটি ‘রিহার্সাল ক্লাব’ গঠন করেন বাদল সরকার (১৯২৫-২০১১)। কিন্তু অভিনয়ের জন্যে নাটক বাছতে গিয়ে অল্পদিনের মধ্যেই তাঁর মনে হতাশা জাগল। আর তা থেকে শুরু হল নিজে নাটক লেখার চেষ্টা।…
আরও পড়ুন

ফিরে পড়া

জেঠামো

সামান্যতঃ জেঠামোর লক্ষণা করিতে গেলে ইহা বলা যাইতে পারে যে যাহা নিজের ক্ষমতার অতীত সে বিষয়ে কথা কওয়া জেঠামো। জেঠা নানা প্রকার। জেঠা কবি, জেঠা সমালোচক, জেঠা দার্শনিক, জেঠা বৈজ্ঞানিক, জেঠা পুরাতত্ত্বানুসন্ধায়ী, জেঠা বক্তা, জেঠা রিফরমর।
আরও পড়ুন

গল্পপাঠ

কুম্ভীর বিভ্রাট

বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্প "কুম্ভীর বিভ্রাট"। পাঠ করেছেন সতীনাথ মুখোপাধ্যায়।
আরও পড়ুন

বইপত্র

অপমানিত মেয়েদের পাশে থাকার কথা বলে এই উপন্যাস

লেখার গদ্য ঝরঝরে। অতুলনীয় সব উপমা। মৃত্তিকা মাইতির এই আখ্যান একটি শিক্ষা দেয়। হেরে যাওয়া মানুষের প্রতি ভালবাসা আর ক্ষমার শিক্ষা। অপমানিত মেয়েদের পাশে থাকার শিক্ষা। এ যেন লেখকেরই অঙ্গীকার। স্নেহ-মমতা-ভালবাসা আর ক্ষমার প্রতিমূর্তি পরমা। সে…
আরও পড়ুন

মেঘমল্লারে হত্যার গান : একটি পুলিশ কাহিনি

একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত কলকাতা পুলিশের তদন্ত পদ্ধতিকে। বহুদিন বাদে প্রচেত গুপ্ত সেসব দিনের কথা মনে করালেন। তাই এ কাহিনিতে পুলিশের দৌড়ঝাঁপ বেশি নেই। আছে মস্তিষ্কবৃত্তি। এমনকি অপরাধীকে শনাক্ত করার পর তাদের হেফাজতে নেওয়াও…
আরও পড়ুন