তবু অনন্ত জাগে
অসুখবিসুখ নিয়ে কথা শুনতে মানুষজন বিশেষ পছন্দ করেন না। অথচ তা নিয়ে কথা বলতে চান এরকম লোকের সংখ্যা নেহাত কম নয়। বিষয়টি পরস্পরবিরোধী বটে, তবে তা সত্য। অসুখ আর অ-সুখের মধ্যে ফারাক আছে। প্রথমটি এলে দ্বিতীয়টি আসেই কিন্তু দ্বিতীয়টি তার অর্থের তাৎপর্যে প্রথমটির দিকে যায় না। মানুষ স্বভাবতই এই দুটিকেই এড়িয়ে যেতে চায়। পারে না অবশ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইসবেই তাকে জড়িয়ে থাকতে হয়।
আরও পড়ুন
আরও পড়ুন