যশোধরা রায়চৌধুরী
দিনের প্রথম ভাগ অর্থহীনে উৎছুগগি হয়েছে
ব্যর্থতার উপচারে বাকি সব দিয়েছি ত হতাশাপ্রান্তেই
অকরুণ জীবনের এক মাত্র লীলাখেলা এই
তাও যদি চিনা খেলা, তাই বুঝি নিষিদ্ধ হয়েছে
এখন দেশের খেলা খেলি চল, নিচু প্রমাদের
এই ত সমস্ত হাড় কালি করা হলুদ ঘাসের
ইঁট চাপা বাস্তবতা। তাকে দিই সাজিয়ে গুছিয়ে
মালা গাঁথি ফুল তুলি সবটাই শূন্যতা মুছিয়ে
এতে ত আপত্তি নেই, বিষাদের কেমন বিস্তার
কেমন নিস্তার পাবে বলে ভাব? খেলা খেলা করে
কেটে গেল জীবনের অনেকাংশ, বাকিটা ছিন্নতা
ছেঁড়া ছেঁড়া মনোদেশ। আমাদের কৃতকৃতার্থতা
এখন না পাওয়া দিয়ে বেদনা টাঙিয়ে আলো হয়।