চৈত্র পেরিয়ে
এই সময়ে একখানি বইয়ের খুব কদর হয়। এই চৈত্র মাসে। তা হল পঞ্জিকা। বাঙালির সারাবছরের নিত্যদিনের হিসেব চলে ইংরেজি হিসেবে। কোনওদিন বাংলা তারিখ জানতে চাইলে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। প্রয়োজন পড়ে না তাই মনেও থাকে না। খবরের কাগজে বা কোনও পত্রপত্রিকার প্রথম পাতায় বাংলা মাস ও দিন ছাপা থাকে। তা দেখে ভুলে যাওয়াই বাধ্যতা। এখনও পর্যন্ত তিনটি বাংলা দিন বাঙালি মনে রাখতে পারে। পয়লা বৈশাখ, পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ। অবশ্য গড় বাঙালিকে এমন বলা ভুল হচ্ছে। কেননা বাংলার গ্রামে মুখে মুখে, পুজো-পার্বণে, আচার-বিচারে দিনক্ষণের হিসেবে বাংলা তারিখ চালু আছে। পঞ্জিকা থাকলেও আছে। না থাকলেও আছে। তবে হ্যাঁ, বৈশাখে বাংলা নতুন বছর এসে পড়ার আগে পঞ্জিকা এসে পড়ে। গোটা বছরটা কাজে লাগে তিথিনক্ষত্রের সন্ধান পেতে।
আরও পড়ুন
আরও পড়ুন