বিভাস রায়চৌধুরী
না, কোনো আলো আসছে না…
না, কোনো অন্ধকার আসছে না…
দীর্ঘমেয়াদি বিষণ্ণতার শেষে আকাশে তল্লাশি চলছে—
কে? কে? কে?
না, কোনো পাখি না…
না, কোনো অতিকায় মেঘও না…
আলোর রেণু ফরফর ঝরে পড়ছে উলটানো মাছের মতো গ্রহে!
এইসব দেখাই আমাদের ভবিতব্য…
ফড়িঙের মতো ঘুরে ঘুরে
এইসব দেখি
আর
তেতোজলে ভরে যায় মন…
না, কোনো বৃশ্চিক রাশি না…
না, কোনো শুভ সোমবার না…
অনেক পাক খেয়ে খেয়ে
ধুলোপায়ে এসেছি, ভালবাসা!
বিষাদ ছাড়া তোমাকে জড়িয়ে ধরে
বমি করার অধিকার কারও নেই…
জলকাদার একটু এপাশে লেজ নাড়াচ্ছে খঞ্জনা পাখি…
ওকে বলে দাও
দীর্ঘমেয়াদি বিষণ্ণতার শেষে
আকাশে আকাশে একটি লেখা হয়ে
উঠতে চেয়েছি কেবল!
বিস্ময়চিহ্নের নীচে অশ্রুকণা এ-জীবনে পেয়েছি—
এই আহ্লাদ আমাকে সৌরঝড়ের অনেক দূরে রাখে…
না, তেমন কোনো কথা না…
না, কোথাও আসতে বলে দাঁড় করিয়ে রাখাও না…
পুকুরপাড় থেকে কলমি শাক তোলো…
হাঁড়িতে ফোটাও দুটো গরম ভাত…
আমার সময় নেই!
রাক্ষসের মতো খেয়ে,
আবার বিষণ্ণতায় ফিরে গেলে,
তুমি কি কাঁদবে, ওগো ধানগাছ? ওগো বাংলা কবিতা?
বরাবরের মত এবারও মুগ্ধ হলাম ।