সাহিত্যের বারোমাস
‘সুখপাঠ’ দ্বাদশ সংখ্যা প্রকাশিত হল এই বার। গতবছর জুলাই মাসে এক অসুখের ভেতরেই ‘সুখপাঠ’ আরম্ভ হয়েছিল। সে অসুখ এখনও আমাদের পিছু ছাড়েনি। বরং তা এখন গভীরতর। তবে আমাদের পত্রিকা অটুট থেকেছে এই বারো মাসের লেখক-পাঠক সমাহারে।
সময়ের বিচারে বলতে গেলে একটি মাসিক অনলাইন সাহিত্য পত্রিকা হিসেবে ‘সুখপাঠ’ নেহাতই অর্বাচীন। তার কপালে কোনও ভবিষ্যদ্বাণী নেই। ‘কপাল’ কিংবা ‘ভবিষ্যদ্বাণী’-তে বিশ্বাসও নেই তার। একটি পথ তৈরি করে নেওয়ায় বিশ্বাস আছে। সে পথ এখনও পর্যন্ত কেমন তা বলতে পারবেন আমাদের পাঠকরাই। তাঁদের ওপরেও আমাদের বিশ্বাস অক্ষুণ্ণ আছে।
আরও পড়ুন
সময়ের বিচারে বলতে গেলে একটি মাসিক অনলাইন সাহিত্য পত্রিকা হিসেবে ‘সুখপাঠ’ নেহাতই অর্বাচীন। তার কপালে কোনও ভবিষ্যদ্বাণী নেই। ‘কপাল’ কিংবা ‘ভবিষ্যদ্বাণী’-তে বিশ্বাসও নেই তার। একটি পথ তৈরি করে নেওয়ায় বিশ্বাস আছে। সে পথ এখনও পর্যন্ত কেমন তা বলতে পারবেন আমাদের পাঠকরাই। তাঁদের ওপরেও আমাদের বিশ্বাস অক্ষুণ্ণ আছে।
আরও পড়ুন