গভীর স্পর্শের দিকে
এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ কি একা? যে প্রাণপ্রবাহ পৃথিবীতে বয়ে চলেছে অবিরল, তার বাইরে অন্য কোথাও কি অন্য কোনও প্রাণের অস্তিত্ব আছে? সংশয় ও কৌতূহল দুই-ই বর্তমান তবে তার নিবৃত্তি ঘটেনি এখনও। ফলে অন্তত মানুষকে ভেবে নিতে হয় যে সে একা এবং একক। মানুষ ভাবতে পারে তাই ভাবে। প্রশ্নটায় দার্শনিক ছোঁয়া আছে। ততদূর কেউ নাও যেতে পারেন। বরং এটা ভেবে নেওয়া সহজ, আপাতত যে বস্তুজগতের ভেতরে আমাদের বসবাস সেখানে আর মানুষ একা কোথায়। আমরা কত মানুষ তো একে অপরের সঙ্গে যুক্ত হয়েই আছি। পাশাপাশি রয়েছি, মেলামেশা চলছে। মানুষ মানুষের সঙ্গেই থাকবে এ আর বড় কথা কী। প্রশ্ন এবং উত্তর যতটা সহজ, বিষয়টি আদতে তত সরল নয়। কেননা একইসঙ্গে রয়েছে বিচ্ছিন্নতাও। মানুষ পারস্পরিকভাবে কতটা যুক্ত আর কতটা বিচ্ছিন্ন, এই আধুনিক পৃথিবীতে তা নিয়ে প্রশ্ন উঠেছে, উঠছে।
আরও পড়ুন
আরও পড়ুন