এই সমাজের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণি অবহেলিত, অত্যাচারিত, শোষিত। রাজনৈতিক মিথ্যে প্রতিশ্রুতি শতাব্দীব্যাপী প্রতিধ্বনিত হয়ে চলে এই মহানগরীর মৃত্যু উপত্যকায়। তার পর যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন নানা নামে, নানাভাবে উঠে আসে প্রতিশোধস্পৃহা, অপরাধের মুখোশ পরা খলনায়ক রূপে।
শৌভিক পণ্ডিত
গত কয়েক দশকে চলচ্চিত্রের ইতিহাসে কমিকস বইয়ের পাতা থেকে উঠে এসেছে বহু অতিমানবীয় সুপারহিরো। অধিকাংশ সুপারহিরোর ছবি বক্স অফিসেই কেবল বাজিমাত করেনি, প্রভাবিত করেছে সমগ্র বিশ্বের অগণিত দর্শককে। ভয়ানক খলনায়কদের হারিয়ে বার বার তারা বিশ্বে শান্তি প্রতিস্থাপিত করেছে বলে দেখানো হয়েছে। তার দ্বারা প্রতিফলিত হয়েছে আমেরিকার বহুল প্রচারিত দর্শন— তাদের হিরোরাই পারে পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে। এই মার্কিন নায়করা হয়ে উঠেছে সমগ্র বিশ্ব তথা ব্রহ্মাণ্ডের রক্ষক। সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান ইত্যাদি ইত্যাদি সুপারহিরোর ভিড়ে অন্যতম বিখ্যাত সুপারহিরো হল বাদুড়ের ছদ্মবেশে ব্যাটম্যান। চল্লিশের দশকের এক মনোরম বসন্তে প্রথম আবির্ভূত হয়েছিল ব্যাটম্যান। বিল ফিঙ্গার ও বব কেইনের তৈরি এই সুপারহিরো ডিসি কমিকসের হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ধীরে ধীরে সেই জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।