আমাদের উৎসব
ফাল্গুন থেকে আষাঢ় হয়ে পৌষ পর্যন্ত, অগ্রহায়ণ থেকে চৈত্র। ধরতে গেলে সারাবছরই এদেশে এক উৎসব চলে। ধান বোনা আর ধান তোলার উৎসব। আমাদের এই বঙ্গও তার ব্যতিক্রম নয়। তার ভূমিকাও বিপুল। এই আয়োজন আমাদের চোখের সামনেই চলে। কত মানুষ জড়িয়ে থাকেন এই আয়োজনে। যাঁরা থাকেন তাঁরা জানেন যে এ হল জীবনের জন্য আয়োজন। যাঁরা এর বাইরে থাকেন তাঁরাও জানেন যে এ উৎসব বন্ধ হয়ে গেলে কোথায় টান পড়বে। তবু এসবই যেন রয়ে যায় আমাদের দেখার বাইরে।
আরও পড়ুন
আরও পড়ুন