পড়ে কে
মানুষের জীবনে কবিতার মতো মুহূর্তের আগমন বড় সহজ নয়। এই যে কোনও গাছের হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে পড়ছে, মাটিতে পড়ে সরসর করে সরে যাচ্ছে, শুকনো পাতা উড়ে যাচ্ছে হাওয়ায়, এসব আমরা হয়তো দেখেও দেখছি না। কোনও গাছে এখনও সবুজ পাতা ঢেকে রেখেছে রুক্ষ ডালপালা। কোথাও আবার পলাশ ফুটেছে, ফুটেছে শিমুল। প্রকৃতি আরও একবার বদলে যাচ্ছে এবারের ফাগুনে। কোকিল ডাকছে, আমরা হয়তো শুনেও শুনছি না। কবিতা কে চায়। কার সেই অবসর আছে, যখন জীবন কোনও চাঁছাছোলা গদ্যের মতো আমাদের বিস্রস্ত করে। আমাদের বেঁচে থাকার নিত্যকার লড়াই আছে, সিরিয়াল আছে, রাজনৈতিক তরজা আছে, একের অপরের প্রতি অসূয়া আছে। প্রকৃতিতে এসবের কোনও ছাপ পড়ে না। সে তার কাজ করে চলেছে। আমরা তার কাছ থেকে কিছু শিখি না। এখন সে সুযোগও আর নেই। কবি-সাহিত্যিকরা ভাল ভাল কথা বলতে পারেন। তবে তা শোনে কে। সেখানে প্রকৃতির কথা, মানুষের কথা, জীবনের কথা, প্রত্যয়ের কথা, দুঃখ ও আনন্দের কথা থাকতে পারে। তবে তা পড়ে কে।
আরও পড়ুন
আরও পড়ুন