স্মরণে ফেরার দায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ‘বাল্যবিবাহের দোষ’ নামে একটি প্রবন্ধ লেখেন ‘সর্ব্বশুভকরী’ মাসিকপত্রে, ১৮৫০ সালে। ‘লোকাচার’ ও ‘শাস্ত্রব্যবহারপাশে’ বাল্যবিবাহের ফলে যে দুর্দশা হয়, হতে পারে, সেকথাই তিনি ব্যক্ত করেছেন সেখানে। সেই সময়ের সমাজে তাঁর সেই লেখার তেমন কোনও প্রভাব বা আলোড়ন পড়েছিল বলে জানা যায় না। বিদ্যাসাগরের জন্মসালের হিসেবে আমরা এই বছর তাঁর জন্মের দুশো বছরের পরের সময়ে এসে উপস্থিত হয়েছি। ইংরেজি হিসেবে এই সেপ্টেম্বরই তাঁর জন্মমাস। বাংলা মতে অবশ্য আশ্বিন। তাঁর মৃত্যুর পরেও চলে গিয়েছে একশো উনত্রিশ বছর। এবং এদেশে এখনও ‘বাল্যবিবাহ’ মোছেনি। এই বাংলাতেও নয়। ‘আধুনিকতা’ এখন আমাদের সর্বাবস্থায় বিরাজ করছে, অন্তত দাবি তো সেইরকমই। পারিবারিক, সামাজিক ও অথনৈতিক পরিসরে কত পরিবর্তনই তো বয়ে এল সময়ের স্রোতে। তবু তার নীচেই এখনও পড়ে রয়েছে কিছু অনড় পাথর।
আরও পড়ুন
আরও পড়ুন