বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

দেবাশিস সাহার দুটি কবিতা 

মৎস্যপুরাণ

মাছ নিভেছে, ময়ূরও…
তবু, রুই কাতলা না হোক জোয়ার-ভাটায়
দু-চারটে ট্যাংরা-পুঁটি
উঠে এলেও
আঙুলে আঙুলে মেঘ সাঁতরায়

খুব কাছেই দাঁড়িয়ে রয়েছ তুমি
মনে হয়
তোমার দাঁড়ানোর ভেতর
আমার যাবতীয় সন্ধি-সমাস
চুপটি করে

এক মাঠ তারা, অরণ্য উপচে পড়া পাখি
গুনে শেষ করা যায় না এত নদী
তোমার দু’হাত ভরা

আমার গোপন ব্যথাটি টনটন করে ওঠে

কোনও পৃষ্ঠাতেই লেখা নেই
পাতার পর পাতা উল্টে কয়েকটা জন্ম
খুঁজে খুঁজে যাওয়া

দু’চোখের বেশি চোখ জ্বেলে
তোমাকেই দেখি

অব্যয়

একটা শুকনো পাতা কত কী বলবে বলে বুকের কাছে উড়ছে।
কার চিৎকার মেখে ঘামছে প্লুতস্বর
কিছুটা হরিণ চেটে নিয়ে দ্বিধান্বিত ঠোঁট পাড়ি দিল রক্তনদী।

এই তো সময়, অনভূ ছুঁয়ে ওড়াও তোমার বর্ণমালা
মেঘে মৃত্তিকায় মাখামাখি রুমাল উড়ুক আরেকটি সূর্যোদয়।

পথ তো জানে পথিক আমি অবিনশ্বর
শূন্য মুঠোয় কিছুটা অব্যয় ছটফট করে
ছেঁড়া শার্ট, পাঞ্জাবির ফুটো সারাটা দিন গজল
হয়ে বাজে।

ছবি: দেবাশীষ সাহা
৩ Comments
  1. ঘোষ প্রদীপ says

    পড়লাম। দু’টি কবিতা-ই বেশ ভালো লেগেছে 🌿

  2. Madhumita basu sarkar says

    দুটি কবিতাই অপূর্ব

  3. স্বপন নাগ says

    দুটি কবিতাই সুন্দর। ভালোলাগাজারিত।

মতামত জানান

Your email address will not be published.