মায়াবৃক্ষ
এ সংসার সাজিয়েছি
আমার নিজস্ব হাতে
এ সংসার মায়া শুধু মায়া?
জানলার পর্দায়
হলুদ-সবুজ ডোরা
ছাদে ওড়া বাদামি পায়রারা—
উঠোনে গুলঞ্চ লতা
কুকুরের নাম শাহাজাদা,
এসব সামান্য সুখে
রয়েছি তো তুমি আমি বাঁধা।
কে চায় পরম বলো?
কী আছে নির্বাণে কী সে রাখা?
এ সংসার মায়াবৃক্ষ
আমি তার পল্লবিত শাখা।
চোরাবালি
তোমার ভীষণ কাছে আছি
জানি তাই এই পরবাস
বাইরে প্রখর রোদ চড়া
ভেতরে বৃষ্টিভেজা ঘাস
দু’চোখের কোলে চোরাবালি
এসো না চোখের কাছে তবে
আমার অন্ধ রাতখানি
তোমার শিয়রে বসে রবে।