বুনো স্ট্রবেরি কিন্তু ‘বুনো’ নয়
বিভিন্ন পর্বে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তৎকালীন সমাজচিত্র, রোজনামচা। যতটা না এলিট তার থেকে অনেক বেশি সাধারণ মধ্যবিত্ত বাঙালির। বাদ যায়নি ফেরিওয়ালা, রাস্তার খাবার ও তার আনুপূর্বিক অ্যানাটমিক্যাল বিচার-বিশ্লেষণ আর খাওয়ার আফটার শক-এর মুচমুচে বিবরণ।