দেবাশিস সাহার দুটি কবিতা
মৎস্যপুরাণ
মাছ নিভেছে, ময়ূরও...
তবু, রুই কাতলা না হোক জোয়ার-ভাটায়
দু-চারটে ট্যাংরা-পুঁটি
উঠে এলেও
আঙুলে আঙুলে মেঘ সাঁতরায়
খুব কাছেই দাঁড়িয়ে রয়েছ তুমি
মনে হয়
তোমার দাঁড়ানোর ভেতর
আমার যাবতীয় সন্ধি-সমাস
চুপটি করে
এক…