Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Author
অভিমন্যু মাহাত
কবি অভিমন্যু মাহাতর জন্ম পুরুলিয়ার শরবেরিয়া গ্রামে। পেশা সাংবাদিকতা। তাঁর কাব্যগ্রন্থগুলি হল : ‘আওলা বরষা ধনি’, ‘মাটি’, ‘আমার নাম জঙ্গলমহল’, ‘লাঙল, শুনছ?’, ‘খিলিপান’। কুড়মালি ভাষায় রচিত তাঁর কাব্যগ্রন্থের নাম ‘জহার’। প্রকাশের পথে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র কুড়মালি অনুবাদ। পেয়েছেন সাহিত্য একাডেমি যুব পুরস্কার, দ্বিজেন্দ্রলাল রায় পুরস্কার।
অভিমন্যু মাহাতর দুটি কবিতা
নদীমাতৃক
অনুশোচনায় হারায় ছয় ঋতুর মরশুম
উলুধ্বনি মিশ্রিত বিহাগীত,
এখন বেওয়ারিশ।
উথালপাথাল খুঁজে
তোমাকে পেয়েছি নীচু রাতে,
অমীমাংসিত হয়ে এলে দুয়ারে,
দ্বিধার ছায়া
নির্বিকার থেকে মানভূমের মাটি ধুকপুক তোলে
ঝরে যায় গাছের মুখ,
ভালবাসা…