Recover your password.
A password will be e-mailed to you.
Author
অরিন্দম বসু
অরিন্দম বসুর জন্ম কলকাতায়। একসময় দল গড়ে নাটক, সেলসম্যানের চাকরি, নানা ব্যবসাও করেছেন। পেশাগত ক্ষেত্রে সংবাদপত্রে চিত্রশিল্পীর চাকরি দিয়ে শুরু। তারপর বারো বছরেরও বেশি সময় কলকাতার বিভিন্ন সংবাদপত্রে এবং অডিও-ভিসুয়াল মাধ্যমে সাংবাদিকতা। সম্পাদনা করেছেন মাসিক সাহিত্য পত্রিকা ‘পরশপাথর’। লেখালেখির শুরু চব্বিশ-পঁচিশ বছর বয়সে। এখনও পর্যন্ত প্রকাশিত আটটি উপন্যাস, দেড় শতাধিক গল্প ও একটি ভ্রমণকাহিনি। প্রকাশিত গ্রন্থ ষোলোটি। ছোটদের জন্যও গল্প লিখেছেন। অনুবাদ করেছেন অন্য ভারতীয় ভাষার গল্প। গল্পের জন্য পেয়েছেন ‘গল্পসরণি’ ও ‘গল্পমেলা’ পুরস্কার। উপন্যাসের জন্য পেয়েছেন ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’-র পুরস্কার, ‘নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কার, ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’-এর পুরস্কার। থাকেন কলকাতার দক্ষিণ প্রান্তে।