Recover your password.
A password will be e-mailed to you.
Author
বিভাস রায়চৌধুরী
বিভাস রায়চৌধুরী বর্তমান বাংলা কবিতাজগতে অন্যতম উচ্চারিত নাম। তাঁর কবিতা দুই বাংলার নিষ্ঠ কবিতাপাঠকের কাছেই সমানভাবে আদৃত। জন্ম উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়। জীবিকা : লেখা, সম্পাদনা। কবিতা লেখার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক লিখেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ‘নষ্ট প্রজন্মের ভাসান’, ‘উদ্বাস্তু শিবিরের পাখি’, ‘শিমুলভাষা পলাশভাষা’, ‘জীবনানন্দের মেয়ে’, ‘চণ্ডালিকাগাছ’, ‘পরজন্মের জন্য স্বীকারোক্তি’, ‘যখন ব্রিজ পেরোচ্ছে বনগাঁ লোকাল’, ‘বীজধান সংগ্রহ’, ‘আমার সামান্য দাউদাউ’, ‘এই তো আমার কাজ’ প্রভৃতি। লিখেছেন ‘কলাপাতার বাঁশি’, ‘অশ্রুডানা’, ‘বাইশে শ্রাবণ’, ‘প্রিয় ইছামতী’, ‘শোভন দরজা খুলছে না’ প্রভৃতি উপন্যাস। ছোটদের জন্য লিখেছেন উপন্যাসিকা ‘লাগ ভেলকি’। সম্পাদনা করেছেন নবীন কবিদের কবিতা ও পরিচিতি-সহ সংকলন ‘অশ্ব সংগ্রহ’। ‘কবিতা আশ্রম’ পত্রিকার মুখ্য পরিকল্পক।