মানব জিনের পূর্ণাঙ্গ বিন্যাস জানার পরে
জিনের বিভিন্ন কোড রয়েছে। জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস বের করলে এই কোডগুলো পড়া যায়। এতদিন প্রায় আট শতাংশ জিনোম কোডের কোনও তথ্য ছিল না বিজ্ঞানীদের কাছে। এই জিনের কোডগুলো প্রচ্ছন্ন রয়েছে নাকি প্রকট বা ডমিন্যান্ট তা বোঝা যায়নি।