ডেভিড ডেফি জর্জিয়ার বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক। তাঁর আর ও একটি পরিচয় হল, তিনি মঞ্চশিল্পী ও মাল্টিমিডিয়া আর্টিস্ট। একসময় স্থাপত্যবিদ্যা নিয়ে পড়েছেন। আলোচকদের মতে, জর্জিয়ার ভাষার গহীন সৌন্দর্য তাঁর লেখায় প্রাণ পায়। ২০১১ সালে নিউ ইয়র্কে ‘পেন ওয়ার্ল্ড ভয়েসেস ফেস্টিভ্যাল’-এ বিশ্ববন্দিত নানা লেখকের সঙ্গে ছিলেন ডেভিড ডেফি। তাঁর একটি ছোটগল্প ‘বিফোর দ্য এন্ড’ ‘বেস্ট ইউরোপিয়ান ফিকশন, ২০২২’-এ অর্ন্তভুক্ত হয়েছে।