বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

তির্যক চৌকাঠ

দেবাশিস চন্দ নাগরিক জলতরঙ্গ, মৌমাছিমৌতাত, কড়িখেলা শেষে সন্ধ্যার বেসুর চুল্লি, ক্ষতচিহ্ণ গায়ে পরিধি ক্রমশ ছোট হয়, কথায় লাগাম পরানোর খেলা অহরহ, নদী যে পথে গেছে সেই পথ স্বাভাবিক স্রোতে ভেসে যাও, স্রোতের বিপরীতে তাকিয়ো না— বলে গেল রাজার…