Recover your password.
A password will be e-mailed to you.
Author

দেবদাস আচার্য
দেবদাস আচার্যের জন্ম ১৯৪২ সালের ৩ জুলাই, বাংলাদেশের কুষ্টিয়া জেলার বন্ডবিল গ্রামে। দেশভাগের ফলে উদ্বাস্তু হয়ে আসেন ভারতে। শুরু হল দারিদ্রের সঙ্গে লড়াই। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক হয়ে ভর্তি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু উচ্চশিক্ষা সমাপ্ত হল না, চাকরি নিলেন। প্রথমদিকে গদ্য লিখতেন। গল্প উপন্যাস নাটক। পরে কবিতাতেই নিজস্ব ভাষাসন্ধানে ব্রতী হন। তাঁর কাব্যগ্রন্থগুলি হল : ‘কালক্রম ও প্রতিধ্বনি’, ‘মৃৎশকট’, ‘মানুষের মূর্তি’, ‘ঠুঁটো জগন্নাথ’, ‘উৎসবীজ’, ‘আচার্যের ভদ্রাসন’, ‘তর্পণ’, ‘অনুসূচিত কবিতা’, ‘নির্বাচিত কবিতা’, ‘সুভাষিতম’, ‘রসাতল থেকে ফিরে’, ‘যে আছো অন্তরে’, ‘দুয়ারে রাখা থাক’, ‘যা আছে, আপনারই’, ‘তিলকমাটি’, ‘ফটিকজল’, ‘নাস্তিকের জপতপ’, ‘তারপর যাব’, ‘এই যে থাকা’, ‘তুমিও সুন্দর’ ইত্যাদি। পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।