হিন্দোল ভট্টাচার্যের দুটি কবিতা
সেন্ট্রাল অ্যাভিনিউ
গোঙানির শব্দ, যত দূরেরই হোক, খুব কাছের মনে হয়। যে কষ্ট পায়, তার কোনও দেশ নেই, ভোট নিয়ে তার মাথাব্যথা নেই। সে জানে ঈশ্বর মানেই পেনকিলার, ধর্ম মানেই একফোঁটা জল, যার জন্য তার জিভ শুকিয়ে কাঠ হয়ে আছে। নিজের মায়ের মুখ সে…