কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। জন্ম ও কৈশোরকাল মুর্শিদাবাদে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম-এ। প্রিয় বিষয় রবীন্দ্রনাথ ও কবিতা, বিশেষভাবে ফরাসি কবিতা। প্রবন্ধ, কবিতা ও অনুবাদ মিলিয়ে গ্রন্থসংখ্যা ২০। ৩৫ বছর যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গে। অতিথি অধ্যাপক হিসেবে মাস কমিউনিকেশন পড়িয়েছেন বিশ্বভারতী, ভারতীয় বিদ্যাভবন ও টেকনো ইন্ডিয়ায়।
হৃদয়-আখ্যান
ক্রমশ ঘনায় মৃত্যুর নিঃশব্দ ছায়া, তার নীচে
বেড়ে উঠছে অশোভন হৃদয়-আখ্যান।
হৃদয়কথায় আমি মৃত্যুকে অগ্রাহ্য করে যাই
শুয়েছি মায়ায়, হৃদয়চিহ্নের মতো তার রং
খোলা আকাশের নীচে,
যেখানে অজস্র সূর্য
জন্ম নেয়
রাত্রি দেখবে…