বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

সৈয়দ কওসর জামালের দুটি কবিতা 

হৃদয়-আখ্যান ক্রমশ ঘনায় মৃত্যুর নিঃশব্দ ছায়া, তার নীচে বেড়ে উঠছে অশোভন হৃদয়-আখ্যান। হৃদয়কথায় আমি মৃত্যুকে অগ্রাহ্য করে যাই শুয়েছি মায়ায়, হৃদয়চিহ্নের মতো তার রং খোলা আকাশের নীচে, যেখানে অজস্র সূর্য জন্ম নেয় রাত্রি দেখবে…