Recover your password.
A password will be e-mailed to you.
Author

শুদ্ধসত্ত্ব ঘোষ
শুদ্ধসত্ত্ব ঘোষের জন্ম সত্তরের দশকে। বেড়ে ওঠা মফস্বল এবং কলকাতায়। নাটক এবং চলচ্চিত্রের সঙ্গে জড়িয়েছেন ছাত্রাবস্থাতে। লেখালিখির সূত্রপাতও সেই সময়। পড়াশোনা নাটক এবং মাস-কম্যুনিকেশন নিয়ে। চাকরি জীবন কেটেছে দূরদর্শন, ইটিভি এবং আকাশ বাংলায় নির্মাতা এবং সংবাদকর্মীরূপে। বর্তমানে লেখা, নাট্য এবং চলচ্চিত্রের সঙ্গে স্বেচ্ছাশ্রমীরূপে যুক্ত। নাট্য, চলচ্চিত্র, স্থিরচিত্র ইত্যাদি বিষয়ে আংশিক সময় আমন্ত্রিত শিক্ষকতা করেন। নাট্যনির্দেশক, নাটককার এবং অভিনেতা হয়ে কাজ করছেন নানা জায়গায়। এছাড়া নানা লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন ছাড়াও দৈনিক, সাপ্তাহিক পত্রিকাদিতে নিয়মিত লেখেন। উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি শাখায় বিচরণ। প্রকাশিত বই ‘মহাভারত’ (প্রথম থেকে ষষ্ঠ খণ্ড অবধি), ‘ভীষণ গোপনে বেঁচে আছি’ (কবিতা), ‘রঙ্গমঞ্চ’ এবং ‘ঘৃণার সীমান্তে’ (উপন্যাস)।