বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

জল জমছে না,  বিপদ বাড়ছে প্রকৃতির অন্তরে

ভূগর্ভস্থ সঞ্চয়ের ওপর এমন চাপ বাড়ছে যে তথ্য বলছে, মাথাপিছু বিশ্বজুড়ে এই মুহূর্তে মিষ্টি জলের পরিমাণ ২০ শতাংশ করে কমছে। মাটির গভীরে যাওয়ার এবং জল উত্তোলনের যান্ত্রিক সুবিধা যত বেশি বাড়ছে তত বিপদের মুখে পড়ছে পানীয় জলের আধার।