স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের দুটি কবিতা
মায়াবৃক্ষ
এ সংসার সাজিয়েছি
আমার নিজস্ব হাতে
এ সংসার মায়া শুধু মায়া?
জানলার পর্দায়
হলুদ-সবুজ ডোরা
ছাদে ওড়া বাদামি পায়রারা—
উঠোনে গুলঞ্চ লতা
কুকুরের নাম শাহাজাদা,
এসব সামান্য সুখে
রয়েছি তো তুমি আমি বাঁধা।
কে…