তার মনে হল সে নীলনদের জলের মধ্যে আছে বটে কিন্তু সে এই নীলনদের অংশ নয় আদৌ। তখুনি, সম্ভবত জীবনে প্রথমবার সে সিদ্ধান্ত নিল— সে বাঁচতে চায়। মৃত্যু নয়, সে চায় জীবন।
বিকাশ গণ চৌধুরী
আমাদের দেখার অভিজ্ঞতায় এটা তো খুবই একটা সামান্য ব্যাপার যে, উপনিবেশের একজন মানুষ যে অশেষ দারিদ্র্যের মধ্যে কিংবা যদি স্বচ্ছলতার মধ্যেও বড় হয়ে উঠছে, লেখাপড়া শিখছে, তার জীবনের প্রধান লক্ষ্যই হয়ে উঠছে বিলেত যাবার, সেখান থেকে একটা স্বীকৃতি পাবার। কারণ, একটা বিদেশি শংসাপত্রের দাম ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থায় থাকা মানুষজনের কাছে অসীম।
স্বেচ্ছায় এইভাবে মুখে চুনকাম করে ‘যত সাহেব হয়ে ওঠা যায় ততই ভাল’ হওয়ার এই মনের অসুখের কথা সোচ্চারে তাঁর ‘কালো চামড়া সাদা মুখোশ’ বইতে বিস্তারিত বলেওছেন ফ্রানজ ফানঁ। আমাদের আশেপাশে যেরকম মানুষজন আমরা হরবখত দেখি। কিন্তু বাস্তবে কী ঘটে?
Comments are closed.