ধারাবাহিক উপন্যাস মিলন হবে কত দিনে অমর মিত্র সুচরিতার ভ্রূ কুঁচকে গেল। মেয়েটার ঝুলিতে যে কত আছে! বানায়, না সত্যি বলে, কে বুঝবে! কিন্তু শুনতে ভাল লাগে। মনে হয় বনে বনে রহস্যময়, অন্ধকার সুন্দরবনের বনবিবি তার ঘরে এসে সত্যিই বসে আছে। আরও পড়ুন