ধারাবাহিক উপন্যাস মিলন হবে কত দিনে অমর মিত্র তখন যশোরের রাজা মুকুট রায়ের অধীনে থাকা ভাটির দেশের জমিদার দক্ষিণ রায়ের দাপটে মানুষ অতিষ্ঠ। সে বাঘের ছদ্মবেশে মানুষকে ভয় দেখায়, জুলুম করে। ভাটির দেশের মানুষের কথায় কতকাল যুদ্ধ করলাম দক্ষিণ রায়ের সঙ্গে। আরও পড়ুন