আজারবাইজানের গল্প যে চিঠি পৌঁছতে পারেনি আবদুল্লা সাইগ আজ চেষ্টা করেও সে কাঁদতে পারছে না। বুকের আওয়াজ হঠাৎ থেমে গেল। সে জ্ঞান হারিয়ে গুঁড়ি গুঁড়ি বরফের ধুলোয় পড়ে গেল। খানিক পরে জ্ঞান ফিরতে সে মাথা তুলল। মন বিধ্বস্ত, শরীর ভয়ানক দুর্বল। আরও পড়ুন