উচ্ছ্বসিত হাসিমুখ নিয়ে কিয়োলু মহম্মদ যখন নৌকা থেকে লাফ দিয়ে তীরে নামলেন, কেউ একজন তাঁকে জানিয়ে দিল আবদুল কাদিরের অভিশাপের কথা। মুখভরা পানের লাল থুতু সামনের একটা কাকের দিকে পিচিক করে ছুড়ে দিয়ে কিয়োলু মহম্মদ ঠাট্টার সুরে হোহো করে হেসে ফেললেন।
আরও পড়ুন