বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

ডহর

অভিমন্যু মাহাত

 

হ্যাঁ, টের পাচ্ছি
যাকে রাত বলে ডাকো তোমরা
রাতে একটু লবণ চাইছে স্বাদহীন জিহ্বা।
বুঝি এখন বর্ষাকাল,
তাই লিরিকে গুঁজে দিয়েছ ঝুমুর গান?
গান শুনে হয়তো বাঁক নিতে পারি—
অচেনা ছায়াহীন ডহরে। কিন্তু কে শোনাবে গান?
অচেনা মুখের ভিড়। সাজানো ভিড়ে অন্যের স্বর

যে নামেই ডাকো এই জনপদকে
খালি পায়ে চলার শব্দে ভাঙছে
একটার পর একটা গহীন রাত

 

অলংকরণ  : সৌজন্য চক্রবর্তী 
মতামত জানান

Your email address will not be published.