বা়ংলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সাহিত্য পত্রিকা

হাজারিকার আত্মদর্শন

বিজয় সিংহ

 

এই ধরিত্রীকে সাক্ষী রেখে
রবসন দেখিয়েছিলেন কীভাবে
অস্থির শিখাও মূর্ছনা হতে পারে
কীভাবে প্রেমের রুহ্‌ থেকে জন্ম নিয়েছে
অর্কেস্ট্রা

প্রবাহিত রক্তস্রোত অস্বীকার করে আমি
মৃত্তিকায় জলে অপ্রবাহে গিয়ে
ভালবাসাকে মাদল বাঁহী ভ্রাম থেকে ছড়িয়েছি
শঙ্খচিলের ডানারা পাশে পাশে কত দূর উড়েছিল

সা থেকে সা আমি এমন কুসুম
ফুটিয়েছি যাতে চিতাকাঠ মৃত্যুদের শব্দ ভুলে
যায়
বিস্তীর্ণ দু’পারে শুধু মানুষের ছায়া দিয়ে
তৈরি করেছি যে বিমূর্ত তার অন্তরে মন্দিরার
আলো

কাচ সিসা গ্রানাইটে চৌরাস্তায় যারা আমাকে
বসায়
তাদের দু’হাত দু’লক্ষ হাতকে
আমার বিধর্মী গান চিনতে পারবে? এই প্রশ্নে
আমার অহম দুলে ওঠে
বিমূর্তের ছায়া দুলে ওঠে

 

অলংকরণ  : দেবাশীষ সাহা 
মতামত জানান

Your email address will not be published.