চৈতালী চট্টোপাধ্যায়
প্লেট ভেঙে গেলে, কাপ, কানা হয়ে যায়।
সম্পর্ক ভেঙে গেলে পর, একুশ দিন আমি ঘর থেকে বেরোতে পারিনি।
তার পর টের পাই, লুচি আর ছোলার ডালের স্বাদ আগের মতোই অমৃত লাগছে।
খালি গলায় আমি গেয়ে উঠছি গান—
আনন্দ ঘনায়। আগের মতোই।
বন্ধুকে ফোনালাপে নশ্বরতার কথা বলি, ক্যাজুয়ালি।
দু’ফোঁটা চোখের জল মুছব কি মুছব না,
চেয়ে দেখি বীজতলা নতুন শস্যে ভরে আছে