সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়
আয়ান রয়েছে ঘরে, তবু কৃষ্ণ বরণীয় হল
এ পাপ কোথায় রাখি? এ শরীরের জ্বালা যন্ত্রণা
যোনি থেকে জল ঝরে, স্তন থেকে দুগ্ধবৃষ্টি রূপ
হে নিয়তি আমার, কীভাবে উপহার দিলে
মৃত্যুসম, এ অন্ধকূপ…
কোথায় জন্ম দিলে? এ সমাজ-সংসার কোথা হতে এল?
প্রেমিকই জোটাবে যদি, এত কষ্ট?
কে বা কাকে পেল?
সে হিসেব মনের মধ্যে সদা জাগ্রত
এত ছোট হতে পারি? হে ঠাকুর, প্রেমিকার ব্রত
আমাকে শিখিয়ে দাও, আমাকে শক্তি দাও
নারায়ণ আনি
সাজাব বরণডালা, অগ্নিসাক্ষী পর
শরীরে আগুন জ্বলে,
যে বরণীয়— বর!