‘সুখপাঠ’ বাংলায় প্রথম সম্পূর্ণ অনলাইন একটি সাহিত্য পত্রিকা। এখানে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাসের সঙ্গে শিল্প-সংস্কৃতির বিভিন্ন বিষয়ের লেখা রয়েছে। আছে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লেখাও। এছাড়াও রয়েছে বাংলাদেশের সমকালীন সাহিত্য নিয়ে পৃথক বিভাগ। আছে আমাদের প্রতিবেশী দেশগুলির অনূদিত গল্পের বিভাগ এবং বেশ কয়েকটি ধারাবাহিক লেখা। সব মিলিয়েই এমন আয়োজন অন্য কোনও অনলাইন বা মুদ্রিত সাহিত্য পত্রিকায় নেই। ‘সুখপাঠ’ তাই মননশীল পাঠকের ভাবনার অন্যন্য সঙ্গী।