FREE ‘অপরাজিত’ নিয়ে কিছু কথা কান্তিরঞ্জন দে গত দু’দশকে বাংলায় একধরনের ছবি তৈরি হয়ে চলেছে যাকে ‘ফিল গুড’ বলা যেতে পারে। কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্তরা এর মধ্যেও ব্যতিক্রমী বিষয় দেওয়ার চেষ্টা করেছেন আপ্রাণ।