কবিতা কস্তুরী সেনের দুটি কবিতা কস্তুরী সেন ভ্রমণ পাহাড় এসেছে কাছে কী আশ্চর্য এত ভোর ভোর এসে পড়ল হাত ধরে পাঠে যাওয়া ভুটিয়া বালক হাত ধরে থাকাটুকু শেখা পথের প্রত্যেক বাঁকে বাঁকে তোমার দ্বিতীয় নারীর নামে নাম ফুটে উঠছে যেই বুনোফুল তাকে কি ফিরিয়ে দেওয়া…